ইসরায়েলি হামলায় ১৮ ত্রাণপ্রত্যাশীসহ ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:১৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) এক দিনে ১৮ ত্রাণপ্রত্যাশীসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। একই সময়ে কমপক্ষে ৩৫৬ জন আহত হয়েছেন।
আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজার ১৯২ জন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১১৪ জন।
গত ২৭ মে-এর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬ জন ত্রাণপ্রত্যাশীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলভিত্তিক কথিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। একই সময়ে ১৫ হাজার ৬৪ জনকে আহত করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ-জনিত কারণে মৃতের সংখ্যা ২৭১ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১১২ জন শিশুও রয়েছে।
এমবি