
ফরাসি আল্পসের আকাশছোঁয়া পাহাড় যেন হঠাৎই রঙিন ক্যানভাসে রূপ নিল। মন ব্লঁ মাসিফ পর্বতমালার অংশ ‘দ্য ড্রুস’-এর পশ্চিম ঢালে ঝুলে পড়ল এক বিশাল ফিলিস্তিনি পতাকা। গত ১৬ আগস্ট এই পতাকা উড়ল নিছক প্রদর্শনী হিসেবে নয়, বরং যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য এক নীরব ও প্রবল প্রতিবাদের প্রতীক হয়ে।
যদিও ১৪৫ বর্গমিটারের পতাকাটি পাহাড় থেকে নামিয়ে ফেলে ফরাসি উদ্ধার বাহিনী। জানা যায়, রবিবার দুপুর নাগাদ তারা ফিলিস্তিনি পতাকাটি নামিয়ে আনে। ফরাসি কর্তৃপক্ষের নির্দেশে হাই মাউন্টেন জেন্ডারমেরি প্লাটুন (পিজিএইচএম) সেটি অপসারণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক পর্বতারোহীরা এক বিবৃতিতে জানান, গাজায় চলমান যুদ্ধ ও পশ্চিমা বিশ্বের নিষ্ক্রিয়তার প্রতিবাদ হিসেবে তারা এ প্রতীকী পদক্ষেপ নিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী, এটি ২০২৪ সালের ‘হান্ড্রেড সামিটস ফর গাজা’ উদ্যোগেরই একটা অংশ। এর আগে ফ্রান্সের বহু শৃঙ্গে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছিল যুদ্ধবিরতির দাবিতে।
তারা আরও বলেন, ‘আমরা পাহাড়কে বেছে নিয়েছি বিশ্বকে আমাদের এই দৃশ্যমান আর্তনাদ শোনানোর জন্য। আমাদের এই পদক্ষেপ সংহতি ও শান্তির বার্তা বহন করে।’
ঘটনাটি ফ্রান্সে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রাকৃতিক স্থানে এ ধরনের প্রতীকী পদক্ষেপকে রাজনৈতিক অপরাধ হিসেবে দেখা হবে, নাকি মত প্রকাশের স্বাধীনতা হিসেবে গণ্য করা হবে- তা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সূত্র : রু'ইয়া নিউজ
আইএইচ/