গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৬
-68aa88cfae542.jpg)
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২২ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। একই সময়ে অপুষ্টি ও অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুইজন শিশু।
রোববার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানায়, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা।
চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাবুতে গোলাবর্ষণে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন। এছাড়া বিভিন্ন স্থানে মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও আটজন। এর মধ্যে দুই শিশু। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, ‘ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের দেহকে ক্ষতবিক্ষত করছে। শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। আর প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।’
এমবি