Logo

আন্তর্জাতিক

আগে এমন মার্কিন প্রেসিডেন্ট দেখা যায়নি : জয়শঙ্কর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:৪৭

আগে এমন মার্কিন প্রেসিডেন্ট দেখা যায়নি : জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রকাশ্যে কূটনীতি চালাচ্ছেন, তা অভূতপূর্ব। তার ভাষ্য, ‘বিশ্বে আগে কখনো এমন মার্কিন প্রেসিডেন্ট দেখা যায়নি, যিনি এত প্রকাশ্যে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন।’

শনিবার (২৩ আগস্ট) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কেবল ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বিশ্বকে, এমনকি নিজের দেশকেও দেখছেন ও পরিচালনা করছেন, তা প্রচলিত কূটনীতির ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন।

চলতি বছরের মে মাসে ‘ভারত-পাকিস্তানের মধ্যকার চারদিনের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছিল’ ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে জয়শঙ্কর বলেন, ১৯৭০-এর দশক থেকে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতে একটি জাতীয় ঐকমত্য রয়েছে যে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা আমরা মেনে নেব না।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর