Logo

আন্তর্জাতিক

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৫১ নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:০০

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৫১ নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৭ জন গাজা শহরে এবং ২৪ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। পাশাপাশি অনাহার ও অপুষ্টিতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ৬ আগস্ট থেকে গাজা শহরে শুরু হওয়া অভিযানে জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

সংস্থাটি জানিয়েছে, অবরুদ্ধ সড়ক ও অব্যাহত গোলাবর্ষণের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

তারা সতর্ক করে বলেছে, গাজার কোথাও নিরাপদ আশ্রয় নেই। উত্তর থেকে দক্ষিণ, সবখানেই বেসামরিক মানুষের ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও ত্রাণ শিবিরে বোমা বর্ষণ চলছে।

ইতিমধ্যে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণে সরে যেতে বাধ্য হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খাদ্যাভাব ও অপুষ্টিতে এখন পর্যন্ত ২৮৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১১৫ জন শিশু।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিন গাজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর