Logo

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৮

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে একদিনে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হামলায় আরও ৪৯২ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে। বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অনেকে এখনও উদ্ধার হয়নি। ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬২ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

এছাড়া গত ২৭ মে থেকে খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ১২৩ জন নিহত এবং ১৫ হাজার ৬১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ গাজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর