বিশ্বে প্রথম এইডসের টিকা তৈরি করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:০১

প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ ‘অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম’ বা এইডসের টিকা তৈরি করছে রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার। ছবি : সংগৃহীত
প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ ‘অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম’ বা এইডসের টিকা তৈরি করছে রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার। সফল হলে এটিই বিশ্বে প্রথম এইডস টিকা হবে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি’র বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ‘রাশিয়া টুডে’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছর বা তারও কম সময়ের মধ্যেই বাজারে আসার জোর সম্ভাবনা আছে এ টিকার।
বুধবার (২৭ আগস্ট) রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন এক সাক্ষাৎকারে বলেন, এ টিকার মূল উপাদান হবে এক ধরনের প্রতিষেধক তরল বা অ্যান্টিজেন। যা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা এ প্রতিষেধক তরল তৈরির কাজ শুরু করেছি। আশা করছি দু’বছর বা তারও কম সময়ের মধ্যে এইডসের টিকা আমরা বাজারে আনতে পারব।
এমবি