গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দু’জন শিশু।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে দখলকার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ ছিলেন বলে আল জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র।
বাসিন্দারা জানান, গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ চালানো হয়েছে। গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র।
তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এ অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে। সেখানে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ অভিযানের সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের ‘একটি নতুন ও ভয়াবহ ধাপের সূচনা’। তিনি সতর্ক করে বলেন, ‘গাজা নগরীতে সেনা অভিযান ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
গুতেরেস বলেন, লাখো বেসামরিক মানুষ, যারা আগেই ক্লান্ত ও মানসিকভাবে বিধ্বস্ত, আবারও ঘর ছাড়তে বাধ্য হবেন। এতে পরিবারগুলো আরও গভীর বিপদে পড়বে। তিনি আরও বলেন, ‘এ ভয়াবহ পরিস্থিতি মূলত ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল, যা মানবিকতার পরিপন্থি।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুই শিশুসহ আরও চারজন অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে। এর মধ্যে ১২১ জনই শিশু।
এমবি