মক্কায় প্রবল বৃষ্টির মধ্যেই কাবা শরিফ জিয়ারতে মগ্ন হাজিরা

ধর্ম ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২৯
-68b27018e8556.png)
মক্কায় প্রবল বৃষ্টি বর্ষণের মধ্যে গতকাল শুক্রবার ২৯ আগস্ট হাজারো মুসল্লি কাবা শরিফ তাওয়াফ করেছেন। সাদা ইহরামের কাপড় ভিজে একাকার হলেও, হাজিরা দোয়া, জিকির ও হাসিমুখে বৃষ্টিকে বরণ করে নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ হাত তুলে দোয়া করছেন, কেউ আবার বৃষ্টিকে রহমত ভেবে আল্লাহর শুকরিয়া আদায় করছেন।
এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র একাধিক সতর্কতা জারি করেছে। মদিনায় প্রবল বৃষ্টি, শিলা ও ঝোড়ো হাওয়ায় দৃশ্যমানতা কমে গিয়ে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যার।
উত্তরের হাইল প্রদেশে বজ্রঝড় ও প্রবল দমকা হাওয়ায় খোলা প্রান্তর ও মহাসড়ক বিপর্যস্ত হয়েছে। দক্ষিণের শরুরাহ অঞ্চলেও বজ্রপাত, বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নাজরান, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনাজুড়ে প্রবল বজ্রঝড় চলতে পারে। এর ফলে শিলাবৃষ্টি, ধুলোঝড় ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
তবে মক্কার হাজিরা জন্য এই বৃষ্টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। ইসলামে কাবা শরিফে বৃষ্টিপাতকে আল্লাহর রহমত হিসেবে ধরা হয়। তাই প্রবল বর্ষণের মাঝেও অনেক হাজি এই মুহূর্তকে বিশেষ আল্লাহর বিশেষ রহমত ভেবে কাবা শরিফ তাওয়াফ করেছেন।
সূত্র : গালফ নিউজ
আইএইচ/