হাজিদের খাবার সরবরাহে ১২ মিলিয়ন ডলারের ইন্দো-সৌদি চুক্তি সম্পন্ন

ধর্ম ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:০২
-68b2be2ec0202.png)
সৌদি আরবের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর-জে কোম্পানি লিমিটেড ইন্দোনেশিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান পিটি হালালান তাইয়্যিবান-এর সঙ্গে ১ কোটি ২০ লাখ ডলারের একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় ২০২৬ সালে হজে অংশ নেওয়া হাজিদের জন্য প্রস্তুতকৃত হালাল খাবার সরবরাহ করা হবে।
চুক্তিটি গত ২৩ আগস্ট ২০২৫ সালের জেদ্দায় স্বাক্ষরিত হয়। এতে সহায়তা করে ইন্দোনেশীয়ান ট্রেড প্রোমোশন সেন্টার (আইটিপিসি)।
ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বুদি সান্তোসো একে ‘কৌশলগত পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ইন্দোনেশিয়ার রপ্তানি বাড়াবে।
ইন্দোনেশিয়ার জাতীয় রপ্তানি উন্নয়ন দপ্তরের মহাপরিচালক ফাজারিনি পুন্তোদেভি মনে করেন, এই চুক্তি শুধু খাদ্য ও পানীয় খাতে নয়, বরং অন্যান্য পণ্য দিয়েও ইন্দোনেশিয়ার জন্য সৌদি বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে।
চুক্তির আওতায় প্রস্তুত হওয়া খাবারগুলো হালাল মান বজায় রেখে তৈরি করা হবে। পাশাপাশি এগুলো হবে সহজে বহনযোগ্য, পুষ্টিকর ও হজের সময় হাজিদের বিশেষ চাহিদা উপযোগী।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
আইএইচ/