ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৩৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিনব্যাপী এ হামলায় কেবল গাজা নগরীতেই ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হন মানবিক সহায়তা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
রোববার (৩১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে যাচ্ছেন শত শত ফিলিস্তিনি।
উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হওয়া ৫০ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন, আমরা রাস্তায় পড়ে আছি। কী বলব? কুকুরের মতো? না, কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা।
আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওয়ারদা জানান, তিনি উত্তর গাজার জাবালিয়া থেকে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন। তবে গন্তব্য অনিশ্চিত। তিনি বলেন, ‘অবস্থা এত ভয়াবহ ছিল যে সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছি। এখানে তাঁবু খাটানোর জায়গা পেলেই ভাগ্য ভালো হবে। কোথাও নিরাপদ নয়, ইসরায়েলিরা সর্বত্র আক্রমণ চালাচ্ছে।’
আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) আশঙ্কা জানিয়েছে, শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে এ অভিযান চলছে। গত শুক্রবার ইসরায়েল শহর দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরুর ঘোষণা দিয়ে গাজা নগরীকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে।
শনিবার হাসপাতাল সূত্রে জানা যায়, একদিনেই গোটা গাজায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গাজা নগরীতেই ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
এমবি