Logo

আন্তর্জাতিক

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৫:০৪

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত

ছবি : সংগৃহীত

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহী গোষ্ঠীর ঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি নিহত হয়েছেন। হুথি আন্দোলন থেকে জানানো হয়েছে, হামলায় রাহাভির সঙ্গে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। খবর- বিবিসি।

ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী সানায় অনুষ্ঠিত একটি বৈঠকের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালায়। হামলায় প্রধানমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিশ্ছিদ্রভাবে আঘাত করা হয়েছে। আইডিএফও এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশ দখল করে। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সানা থেকে উৎখাত করে দেশটি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের মোরদ্বারে পড়ে।

হুথিরা বলেছে, এই হামলায় তাদের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন, যদিও নিহত অন্যান্য কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

এই হামলা ইয়েমেনের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর