Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়াল

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এতে আরও ৫০০ জন আহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে।

আফগান তথ্য মন্ত্রণালয় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কুনার প্রদেশে হয়েছে। সেখানে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। প্রধান কম্পনের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মাত্রা ৫.২।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প মধ্যপ্রাচ্য

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর