Logo

আন্তর্জাতিক

‘ভারতের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২

‘ভারতের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য’
ভারতীয় মুসলমানদের অন্যতম অভিভাবক এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী গুরুত্বারোপ করে বলেছেন, ভারতের মুসলমানরা বাইরের কেউ নয়, এ দেশেরই সন্তান। তাদের পূর্বপুরুষরাও এখানকার এবং এখানেই ইসলাম গ্রহণ করেছেন।
 
ভারতের বরেণ্য আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি আরও বলেন, ভারতের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য। সাম্প্রদায়িকতা দেশকে শুধু পিছিয়েই দেয়। রোববার (৩১ আগস্ট) দিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের দিল্লি শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা আরশাদ মাদানি এ সময় ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মনোভাবের কড়া সমালোচনা করেন। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন বর্ষীয়ান এই আলেম বলেন, আসামের মুসলমানদের ওপর নানা রকম নিপীড়ন চলছে। কখনো নাগরিকত্ব বাতিলের চেষ্টা, আবার কখনো বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জমিয়ত আইনি লড়াই চালাচ্ছে এবং ইতোমধ্যেই কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে।

দিল্লির এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মুসলিম কাসেমী এবং পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক মাজাহেরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আলেম, ইমাম, মাদরাসা প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষ হয় মাওলানা মাদানির বিশেষ দোয়ার মাধ্যমে। 

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে। 

সূত্র : এনডিটিভি

ডিআর/আইএইচ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর