Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১৪০০, নিখোঁজ শত শত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

আফগানিস্তানে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১৪০০, নিখোঁজ শত শত

পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার দারা গ্রামে একটি ক্ষতিগ্রস্ত বাড়ির এক নারী একজন পুরুষকে জড়িয়ে ধরে কাঁদছেন || ছবি : আলজাজিরা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ জনে দাঁড়িয়েছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে জানা যায়, কমপক্ষে ৩২৫১ জন আহত হয়েছেন এবং শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গম ও পাহাড়ি এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ কঠিন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে উদ্ধারকাজ হেলিকপ্টারের মাধ্যমে চলছে।

কুনারের একটি প্রাদেশিক হাসপাতালের চিকিৎসক বলেন, ‘হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আমাদের তাঁবু ও ওষুধের প্রয়োজন। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয়।’

কঠোর তালেবান নিয়মের কারণে নারীদের চিকিৎসা ও ত্রাণে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। মানবিক সংস্থা কেয়ার জানিয়েছে, নারী ও মেয়ে কর্মীদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা জরুরি।

আন্তর্জাতিকভাবে ত্রাণ ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি এসেছে। যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ড, জাতিসংঘ পাঁচ মিলিয়ন ডলার, ভারতের পক্ষ থেকে এক হাজার তাঁবু ও ১৫ টন খাদ্য পাঠানো হয়েছে।

জাতিসংঘ মানবিক বিষয়ক সমন্বয় অফিসের প্রধান অ্যামি মার্টিন বলেন, ‘ভূমিকম্পের কারণে আশ্রয়, কম্বল এবং গরম খাবারের চাহিদা সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক মানবিক সহায়তায় ‘আর্থিক কাটছাঁটের’ ফলে কার্যক্রম সীমিত হচ্ছে।’ 

এদিকে আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন দেশ। চীন, ভারত এবং সুইজারল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া সংগঠনটির বৈশ্বিক জরুরি তহবিল থেকে পাঁচ মিলিয়ন ডলার অর্থছাড় করেছে জাতিসংঘ।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর