Logo

আন্তর্জাতিক

মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ১১

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩

মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ১১

ক্যারিবীয় সাগরে মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাইনেটিক হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ভেনেজুয়েলার আন্তঃদেশীয় গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’ সদস্য বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকার এই গ্যাংকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চালানো এই হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার নির্দেশে সাউথকমের দায়িত্বাধীন এলাকায় ট্রেন দে আরাগুয়ার নারকো-সন্ত্রাসীদের বিরুদ্ধে কাইনেটিক হামলা চালানো হয়েছে। এরা মাদক, নারী পাচার, সহিংসতা ও সন্ত্রাস ছড়াচ্ছিল, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিম গোলার্ধজুড়ে হুমকি তৈরি করেছে।’

ট্রাম্প হামলার একটি ২৯ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন এবং সতর্ক করে বলেন, ‘যে কেউ যুক্তরাষ্ট্রে মাদক ঢোকাতে চাইছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। সাবধান!’

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা সরাসরি মাদকভর্তি একটি নৌকা উড়িয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে বিপুল মাদক আমাদের দেশে ঢুকছে, বিশেষত ভেনেজুয়েলা থেকে। তাই আমরা এটিকে ধ্বংস করেছি।’

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দ্য হিলকে জানান, হামলাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং ৪,৫০০ মেরিন মোতায়েন করেছে লাতিন আমেরিকার মাদক কার্টেলদের হুমকি মোকাবিলায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলার তীব্র সমালোচনা করে একে “অতিরঞ্জিত, অযৌক্তিক, অনৈতিক ও রক্তাক্ত হুমকি” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই সামরিক চাপের মুখে আমরা ভেনেজুয়েলা রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করছি।” মাদুরো ইতোমধ্যে কলম্বিয়া সীমান্তে প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন এটিকে ‘মাদকবিরোধী অভিযান’ হিসেবে অভিহিত করছে, যা গায়ানার সমর্থনও পেয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ রোধে সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর