Logo

আন্তর্জাতিক

কিম-পুতিন-শি, বেইজিংয়ে ৩ শক্তির মহড়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

কিম-পুতিন-শি, বেইজিংয়ে ৩ শক্তির মহড়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যোগ দিয়েছেন এক বিশাল সামরিক মহড়ায়। এই মহড়া চীনের সেনাশক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বন্ধুত্ব ও রাজনৈতিক প্রভাব দেখানোর একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

৯০ মিনিটব্যাপী অনুষ্ঠানে শি জিনপিং কিম ও পুতিনকে হাত মেলান এবং টিয়ানআনমেন স্কোয়ারের লাল কার্পেটে পদচারণা করেন। শি মহড়ার শুরুতে বলেন, ‘বিশ্ব এখন শান্তি ও যুদ্ধের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি, তবে চীন অপ্রতিরোধ্য।’

মহড়ায় চীনের আধুনিক সামরিক প্রযুক্তি, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রদর্শিত হয়। বেইজিংয়ের সাধারণ মানুষ রাস্তা ঘেঁষে ভীড় করে এই মহড়া দেখেছেন। যুদ্ধবিমানগুলো আকাশে ‘৮০’ নম্বরের ফর্মেশনে প্রদর্শন করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের ৮০ বছর পূর্তি স্মরণে অনুষ্ঠিত হয়েছে। 

এই অনুষ্ঠানে কিম জং উন প্রথমবারের মতো শি জিনপিং ও পুতিনের সঙ্গে একই মঞ্চে হাজির হয়েছেন। এটি কিমের ছয় বছরের মধ্যে দ্বিতীয় বিদেশ সফর। তার সঙ্গে ছিলেন কিম জু আয়ে।

বিশ্লেষকদের মতে, এই সফর কিমকে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী বন্ধুদের সঙ্গে সংযুক্ত দেখানোর পাশাপাশি চীনের রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক ক্ষমতা প্রদর্শনের সুযোগ দিয়েছে।

শীর্ষ সম্মেলন ও মহড়ার মাধ্যমে শি জিনপিং এশিয়া-প্রশান্ত অঞ্চলে চীনের কেন্দ্রীয় ভূমিকাকে আরও জোরদার করতে চাচ্ছেন। উল্লেখযোগ্য, পশ্চিমা দেশের কোনো বড় নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর