Logo

আন্তর্জাতিক

আফগান ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নতুন আফটারশক আঘাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০১

আফগান ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নতুন আফটারশক আঘাত

আফগানিস্তানে দুই দিন আগে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। পূর্ব আফগানিস্তানে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাঁচ দশমিক দুই মাত্রার একটি আফটারশক আঘাত হানে, এতে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ছয় মাত্রার মূল ভূমিকম্পে ভূমিধ্বসের কারণে উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে। রাস্তাঘাট বন্ধ থাকায় স্থলপথে চলাচল কষ্টকর। প্রত্যন্ত গ্রামগুলোর ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

তালেবান সরকার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ জরুরি তহবিল ঘোষণা করেছে এবং যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ড (১.৩ মিলিয়ন ডলার) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। চীন ও সুইজারল্যান্ডও সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন কুনার প্রদেশে খাদ্য, পানি ও আশ্রয়ের তৎপর ব্যবস্থা শুরু করেছে। মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, তাদের মেডিকেল টিম নানগারহার ও লাঘমান প্রদেশের হাসপাতালে পৌঁছেছে এবং জরুরি চিকিৎসা প্রদান করছে।

অত্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেকটি গ্রামে মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে আটকে আছে। স্থানীয়দের মতে, অনেকেই নিজ প্রয়াসে বেঁচে থাকা পরিবারের সদস্যদের উদ্ধার করছেন। শিশুদের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি তীব্র।

সাম্প্রতিক ভূমিকম্পটি আফগানিস্তানে বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটি ইতোমধ্যেই তীব্র খরায় ভুগছে এবং ত্রাণ সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। জাতিসংঘ একে অভাবনীয় ক্ষুধার সংকট বলে অভিহিত করেছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর