Logo

আন্তর্জাতিক

একসঙ্গে পুতিন-জিনপিং-কিম, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

একসঙ্গে পুতিন-জিনপিং-কিম, সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজন করেছেন ইতিহাসের বৃহত্তম কুচকাওয়াজ। এ আয়োজনে লাল গালিচায় একসঙ্গে হাঁটতে থাকা শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দৃশ্য বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে, এ তিন নেতা একসঙ্গে দাঁড়ানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে।

এর পর  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, জিনপিং, পুতিন ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাকে জানাতে হবে। তিনি জিনপিং ও চীনের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, একই সঙ্গে পুতিন ও কিমকেও উষ্ণ শুভেচ্ছা জানান।

শি জিনপিং বলেন, মানবজাতি এখন এমন একটি পর্যায়ে এসেছে যেখানে শান্তি বা যুদ্ধ, সংলাপ বা সংঘর্ষ—একটি নির্বাচন করতে হবে। তিনি সতর্ক করেন, কিছু দেশ ‘বুলিং আচরণ’ করছে, তবে চীনকে কেউ আটকে রাখতে পারবে না।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই প্রদর্শনী পশ্চিমাদের সতর্ক করার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীনের অবস্থানকে প্রকাশ করছে। কুচকাওয়াজে ট্যাংক, ড্রোন, দূরপাল্লার ও পারমাণবিক হামলার সক্ষম ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও স্টেলথ বিমান প্রদর্শিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ানকে কেন্দ্র করে চীনের বার্তা স্পষ্ট, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। পশ্চিমা কোনো বড় নেতা উপস্থিত ছিলেন না।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর