চন্দ্রগ্রহণ উপলক্ষে হারামাইন শরিফাইনে ৭ সেপ্টেম্বর বিশেষ নামাজ

ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫
-68b84b3addd39.png)
আগামী রবিবার ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে ১৫ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি (৭ সেপ্টেম্বর) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে বিশেষ সালাতুল খুসূফ বা চন্দ্রগ্রহণের নামাজ।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এ নামাজ মাগরিবের ফরজ নামাজ শেষে জামাতে আদায় করা হবে।
মূলত হযরত মুহাম্মদ (সা.)-এর বাণীর ওপর ভিত্তি করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাদিসে এসেছে, ‘কোনো লোকের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তবে তা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর দুটি। তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে। (সহিহ বুখারি: ৯৮৪) অন্য বর্ণনায় রয়েছে, তোমরা যখন এ নিদর্শনাবলীর কোনো একটি (চন্দ্র বা সূর্যগ্রহণ) অবলোকন করবে, আল্লাহকে ভয় করবে, তাঁর জিকির করবে, তাঁর নিকট দোয়া ও ক্ষমা প্রার্থনা করবে। (মেশকাত: ১৪৮৪)
সালাতুল খুসুফের পদ্ধতি
সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের নামাজ সুন্নত। এটি জামাতে আদায় করা যায়, আবার একাকীও পড়া যায়। নবী (সা.)-এর সুন্নত অনুযায়ী, এই নামাজ দীর্ঘ সময় নিয়ে আদায় করা হয়, যেখানে সুরা আল-বাকারার মতো লম্বা সুরা বা তার সমপরিমাণ দীর্ঘ কিরাত পাঠ, রুকু ও সেজদা দীর্ঘ এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া ও ইস্তেগফার করতে থাকেন মুসল্লিরা।
দুই মসজিদেই ইমামগণ মুসল্লিদের নিয়ে এই বিশেষ নামাজে পড়বেন। নামাজটি দুই রাকাত হবে। ইসলামি জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ওই দিন সন্ধ্যায় সৌদি আরব থেকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
আইএইচ/