ভারত-চীন ঘনিষ্ঠতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভারত ও চীনের শীর্ষ নেতৃত্বের বৈঠক ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সময়ে সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন।
শি জিনপিং বৈঠকে বলেন, বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে ভারত ও চীন শুধু প্রাচীন সভ্যতার দেশ নয়, বরং বিশ্বের জনবহুল রাষ্ট্র ও গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ‘ড্রাগন আর হাতি একসঙ্গে এগিয়ে গেলে উভয় দেশের পাশাপাশি বিশ্বেরও উপকার হবে।’
নরেন্দ্র মোদীও একই সুরে বলেন, ‘দুই দেশের সহযোগিতা ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত। চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত বদ্ধপরিকর।’
বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত বিরোধ ও ভূরাজনৈতিক উত্তেজনার বদলে দুই দেশ বাণিজ্য ও সহযোগিতাকে অগ্রাধিকার দিতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় নয়াদিল্লি বিকল্প বাজার খুঁজছে। বর্তমানে ভারত-চীন বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের বেশি এবং তা আরও বাড়ানোর আগ্রহ দেখাচ্ছে ভারত।
অন্যদিকে পাকিস্তান এই ঘনিষ্ঠতাকে ভিন্ন চোখে দেখছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী বলেন, ‘চীনের সঙ্গে ভারতের সম্পর্ক পাকিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বেইজিং-ইসলামাবাদ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত।’
তবে অন্য বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের এই উদ্যোগ মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বিকল্প কূটনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব জোহর সলিমের ভাষায়, ‘চীনের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের বাস্তব সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত ভারত পশ্চিমা শিবিরের দিকেই ঝুঁকবে।’
পাকিস্তান দীর্ঘদিন ধরে চীনের ঘনিষ্ঠ মিত্র, বাণিজ্যিক অংশীদার ও অবকাঠামোগত বিনিয়োগের প্রধান কেন্দ্র। শাহবাজ শরিফ এসসিও সম্মেলনে বলেন, ‘পাকিস্তান-চীন বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। সময়ের পরীক্ষায় আমাদের সম্পর্ক দৃঢ় হয়েছে।’
বিশ্লেষকরা মনে করছেন, ভারত-চীন সম্পর্কের এই উষ্ণতা সাময়িক হলেও তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
সূত্র : বিবিসি নিউজ বাংলা