Logo

আন্তর্জাতিক

একদিনে আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, মানবিক সংকট তীব্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭

একদিনে আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, মানবিক সংকট তীব্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে একদিনে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকেই টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গাজায় বাস্তুচ্যুত সাবরিন আল-মাবহুহ আল জাজিরএক জানিয়েছেন, ‘আমার ভাইকে তার ঘরেই হত্যা করা হয়েছে। তার স্ত্রী ও সন্তানসহ সবাইকে মেরে দেওয়া হয়েছে। কেউ বেঁচে নেই।’ শেখ রাদওয়ান এলাকায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে ইসরায়েলি গ্রেনেডে আগুন ধরে যাওয়ার তথ্যও পাওয়া গেছে।

হামাস এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও মানবিক সহায়তার প্রবেশে কঠোর অবরোধের কারণে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ছয়জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। অবরোধের শুরু থেকে ক্ষুধাজনিত কারণে মোট ৩৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৩১ জন শিশু।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযানের ফলে প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হতে পারে। শুধু ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক ৮২ হাজার মানুষকে নতুন করে বাস্তুচ্যুত করা হয়েছে, যার মধ্যে ৩০ হাজারকে উত্তর থেকে দক্ষিণে সরানো হয়েছে।

ইউনিসেফ সতর্ক করেছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ বছরের নিচের ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে থাকবে। এছাড়া ৩ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শিশু ভয়াবহ ক্ষুধার মুখে রয়েছে। সংস্থাটি বলছে, ‘দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, শিশুদের এখনই জরুরি মানবিক সহায়তা ও পুষ্টি পণ্য পৌঁছে দেওয়া প্রয়োজন।’

গাজায় পরিস্থিতি প্রতিনিয়ত প্রলয়ংকরী হয়ে উঠছে। আবাসিক ব্লক ও মহল্লা ধ্বংসের ঘটনায় বহু পরিবার বাস্তুচ্যুত এবং মানবিক বিপর্যয় দিন দিন তীব্র হচ্ছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর