Logo

আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) থাইল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ৫৮ বছর বয়সী আনুতিনের পক্ষে ৩১১ জন এমপি ভোট দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, থাইল্যান্ডের পার্লামেন্টে ৪৯২টি আসন রয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আনুতিনের কমপক্ষে ২৪৭ জন এমপির সমর্থন প্রয়োজন ছিল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকাসেম নিতিসিরি। তবে সংখ্যাগরিষ্ঠ এমপি আনুতিনকে ভোট দিয়েছেন।

গত ২৯ আগস্ট নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে অব্যাহতি দেন। পায়েতংতার্ন দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি মাত্র এক বছরের মাথায় পদচ্যুত হন। শুক্রবারের ভোটে আনুতিন তার স্থলাভিষিক্ত হন।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর