Logo

আন্তর্জাতিক

কর ফাঁকি : যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬

কর ফাঁকি : যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগ

ছবি : সংগৃহীত

কর ফাঁকির অভিযোগে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে হোভে ৮ লাখ পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্ট কেনার পর সঠিকভাবে সম্পত্তির কর পরিশোধ না করায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন রেনার।

তিনি উপ-প্রধানমন্ত্রী, গৃহায়ন মন্ত্রী এবং লেবার পার্টির উপ-নেতার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

রেনারের দাবি করেছেন, দুর্বল আইনি পরামর্শের কারণে এই ভুল হয়েছে। উচ্চ হারে প্রায় ৭০ হাজার পাউন্ড কর পরিশোধ করার কথা থাকলেও তিনি মাত্র ৩০ হাজার পাউন্ড দিয়েছিলেন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘মিডিয়ার অনুসন্ধানের কারণে আমার পদে থাকা অসহনীয় হয়ে উঠেছে। আমি যথাযথ তদন্ত আশা করি, তবে আমার পরিবারকে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।’

রেনার দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন এবং ১৬ বছর বয়সে মা হন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি বয়স্ক ব্যক্তিদের যত্ন নেয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ট্রেড ইউনিয়ন প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। অ্যাশটন-আন্ডার-লাইন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে লেবার সরকারের গৃহায়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পদত্যাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর