Logo

আন্তর্জাতিক

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে উত্তাল সার্বিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে উত্তাল সার্বিয়া

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ হয়েছে। এতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) নোভি সাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দর্শন অনুষদের সামনে এ ঘটনা ঘটেছে। খবর এপি নিউজের। 

হাজারো বিক্ষোভকারী ওই ক্যাম্পাসে সমবেত হয়ে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড- ‘আমরা অবরোধ চাই না, আমরা নির্বাচন চাই’ এবং ‘শিক্ষার্থীদের জরুরি দাবি: নির্বাচন ঘোষণা করো।’

এক বিক্ষোভকারী নেবোজা কোরাচ বলেন, ‘সমাধান একটাই, নির্বাচন দিতে হবে। আমরা চাই শান্তি ও গণতন্ত্র বিজয়ী হোক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের কাজ করুক। এর মানে হলো নির্বাচন অনুষ্ঠিত করা, আর সেটিই হবে সমাধান, কারণ তখন সরকার পরিবর্তিত হবে।’

এদিকে দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ রাতে এক ভাষণে দাবি করেন, এই সংঘর্ষে ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সাংবাদিকদের তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ধ্বংস হতে দেবো না। সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র।

তিনি অভিযোগ করেন, সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে এবং জানান, তার সমর্থকেরা রোববার সার্বিয়ার বিভিন্ন শহরে সমাবেশ করবে।

প্রসঙ্গত, গত নভেম্বরে সংস্কারাধীন একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হন। এই দুর্ঘটনা সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে। তাদের অভিযোগ, অবকাঠামোগত দুর্নীতি ও অবহেলাই কারণে এটি ঘটেছে। এরপর থেকেই সার্বিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়। এতে প্রেসিডেন্ট ও তার দল চাপে পড়ে। গত ১৩ আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু পুলিশ ও সাধারণ মানুষ আহত হন।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর