Logo

আন্তর্জাতিক

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার গাজা উপত্যকায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।

গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলের নগরকেন্দ্র গাজা সিটিতে হামলা চলতে থাকে শনিবার ভোর পর্যন্ত। ফিলিস্তিনিদের আবাসিক বাড়িঘরে ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, গাজায় ‘নরকের দুয়ার খুলে যাচ্ছে।’ এ সময় ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বহুতল ভবনও ধ্বংস করে ইসরায়েলি সেনারা।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৪ হাজার ৩০০ জন নিহত এবং ১ লাখ ৬২ হাজারের বেশি আহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা 

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর