Logo

আন্তর্জাতিক

ট্রায়ালে ‘সফল’ রাশিয়ার ক্যান্সার টিকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫

ট্রায়ালে ‘সফল’ রাশিয়ার ক্যান্সার টিকা

ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের সাফল্যের দাবি করেছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত ক্যান্সার টিকা (ভ্যাকসিন) প্রাথমিক ট্রায়ালে শতভাগ সফলতা দেখিয়েছে। যদি এ দাবি সত্যি প্রমাণিত হয়, তবে নিকট ভবিষ্যতে মারণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে যেতে পারে।

রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা এসকেভরসোভা সম্প্রতি ইন্টার্ন ইকোনমিক ফোরামে এসব তথ্য জানিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থা তাস’-এর বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এফএমবিএর দাবি অনুযায়ী, তাদের তৈরি ‘এন্টেরোমিক্স’ নামের ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত।

ভ্যাকসিনটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে। একই প্রযুক্তি ব্যবহার করে ‘করোনাভাইরাস’-এর টিকাও তৈরি হয়েছিল। এ পদ্ধতিতে সরাসরি ভাইরাসকে আক্রমণ করা হয় না; বরং শরীরের কোষকে প্রোটিন উৎপাদনে সহায়তা করা হয়। যা পরবর্তীতে ভাইরাস বা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে।

ভেরোনিকা এসকেভরসোভা জানান, প্রায় তিন বছর ধরে এ টিকার প্রাথমিক ট্রায়াল চলে। পরীক্ষায় দেখা গেছে, একাধিক ডোজ দেওয়ার পরও এটি নিরাপদ ও কার্যকর। অনেক ক্ষেত্রে দেখা গেছে, টিউমার সংকুচিত হয়ে যাচ্ছে। কখনও টিউমার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক ধাপের ফলাফল ১০০ শতাংশ সফল।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

করোনাভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর