ট্রায়ালে ‘সফল’ রাশিয়ার ক্যান্সার টিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫

ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের সাফল্যের দাবি করেছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত ক্যান্সার টিকা (ভ্যাকসিন) প্রাথমিক ট্রায়ালে শতভাগ সফলতা দেখিয়েছে। যদি এ দাবি সত্যি প্রমাণিত হয়, তবে নিকট ভবিষ্যতে মারণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে যেতে পারে।
রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা এসকেভরসোভা সম্প্রতি ইন্টার্ন ইকোনমিক ফোরামে এসব তথ্য জানিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থা তাস’-এর বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এফএমবিএর দাবি অনুযায়ী, তাদের তৈরি ‘এন্টেরোমিক্স’ নামের ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত।
ভ্যাকসিনটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে। একই প্রযুক্তি ব্যবহার করে ‘করোনাভাইরাস’-এর টিকাও তৈরি হয়েছিল। এ পদ্ধতিতে সরাসরি ভাইরাসকে আক্রমণ করা হয় না; বরং শরীরের কোষকে প্রোটিন উৎপাদনে সহায়তা করা হয়। যা পরবর্তীতে ভাইরাস বা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে।
ভেরোনিকা এসকেভরসোভা জানান, প্রায় তিন বছর ধরে এ টিকার প্রাথমিক ট্রায়াল চলে। পরীক্ষায় দেখা গেছে, একাধিক ডোজ দেওয়ার পরও এটি নিরাপদ ও কার্যকর। অনেক ক্ষেত্রে দেখা গেছে, টিউমার সংকুচিত হয়ে যাচ্ছে। কখনও টিউমার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক ধাপের ফলাফল ১০০ শতাংশ সফল।
এমবি