Logo

আন্তর্জাতিক

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ছবি : সংগৃহীত

জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ অনুরোধ করেছে।

বার্তায় বলা হয়েছে, জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হ‌চ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করার জন‌্য অনুরোধ করা হয়েছে।     

এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মো. সাদেক- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯

সারদা- +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর