Logo

আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ছবি :সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দুইদিনের টানা বিক্ষোভের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জানায়, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

ওলি এক বিবৃতিতে বলেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ চলছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় আক্রান্ত হয় কেপি শর্মা ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবন। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও বিক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯০ জন।

তরুণদের আন্দোলনের সময়ে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংকট নিরসনের জন্য সর্বদলীয় বৈঠকের আহ্বান জানাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

পদত্যাগের আগে এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে, তবে বৈঠকের স্থান উল্লেখ করা হয়নি। তিনি বলেন, ‘এই সংকটের একমাত্র সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনা আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর