নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭
-68bffc6b01cad.jpg)
ছবি : সংগৃহীত
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।
ত্রিভুবন বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের পর কোঠেশ্বর এলাকায় ধোঁয়া দেখা দেয়ার পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রয়েছে। তিনি জানান, ‘বিমানবন্দর বন্ধ করা হয়নি এবং আমরা এটিকে বন্ধও করব না।’
তবে চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারছে না। নিরাপত্তাজনিত কারণে বুদ্ধ এয়ারসহ দেশীয় সব বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করেছে।
এআরএস