Logo

আন্তর্জাতিক

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

নেপালে  প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে আগুন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালের পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়েছে শত শত বিক্ষোভকারী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ। মঙ্গলবার সকাল থেকে কারফিউ ভঙ্গ করে তারা রাস্তায় নেমে আসে।

নেপালের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের মুখপাত্র ইকরাম গিরি বলেন, ‘শত শত মানুষ পার্লামেন্ট এলাকায় ঢুকে পড়েছে এবং মূল ভবনে আগুন ধরিয়েছে।’

উত্তাল আন্দোলনের ফলে মঙ্গলবারই কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর