বালেন্দ্রকে নেপালের প্রধানমন্ত্রী করার দাবি জানাল জেন-জি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯
-68c01b5316aae.jpg)
বালেন্দ্র শাহ । ছবি : সংগ্রহীত
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেন-জি তরুণরা তাকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শর্মা ওলির পদত্যাগের পর অনলাইনে জেন-জি বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যমে বালেন্দ্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দেয়, যা প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সোমবার আইনশৃঙ্খলাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে কাঠমান্ডুতে অন্তত ১৮ জনসহ মোট ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল ও কলেজের শিক্ষার্থী।
বালেন্দ্র শাহ আগে একজন রেপার ছিলেন। রাজনীতিতে আসার পর কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। আন্দোলনের শুরু থেকেই তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, ‘যদিও স্বশরীরে আমি আন্দোলনে যোগ দিতে পারি না, তবে জেন-জির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’
বালেন্দ্রের জন্ম ১৯৯০ সালে কাঠমান্ডুতে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে তিনি ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র্যাপার ও গীতিকার হিসেবে পরিচিত ছিলেন।
২০২২ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে বিজয়ী হন।
সূত্র : এনডিটিভি
এআরএস