জেন-জি বিক্ষোভ : এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪
-68c01ebce1f21.jpg)
রাম চন্দ্র পাউডেল। ছবি : সংগৃহীত
ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পদত্যাগ করেছেন।
দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষুব্ধ জেন-জি প্রজন্ম নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে দ্বিতীয় দিনের মতো রাস্তায় অবস্থান করছে। দেশটির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
গত সপ্তাহে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুরু হওয়া বিক্ষোভ সোমবার রাত থেকে সহিংস রূপ নেয়। এর প্রেক্ষিতে সরকার মঙ্গলবার ভোরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনের অংশে আগুন ধরিয়ে দেন এবং শীর্ষ নেতাদের বাসভবনে হামলা চালান। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
নেপালের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ মন্ত্রিদের নিরাপদ স্থানে সরিয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
এআরএস