Logo

আন্তর্জাতিক

ভোটার তালিকায় কুকুরের নাম!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪

ভোটার তালিকায় কুকুরের নাম!

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যেখানে লরা লি ইউরেক্স (৬২) নিজের কুকুর ‘মায়া জিন ইউরেক্স’-কে ভোটার হিসেবে নিবন্ধন করান এবং দুই নির্বাচনে কুকুরের নামে ডাকযোগে ভোট দেন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অরেঞ্জ কাউন্টি অ্যাটর্নি জেনারেলের অফিস এ তথ্য জানিয়েছে।

প্রথমবার ২০২১ সালে গভর্নরের বিরুদ্ধে অভিশংসন নির্বাচনে কুকুরের নামে ভোট গোনা হয়। ২০২২ সালের প্রাইমারি নির্বাচনে আবার ভোট দেওয়ার চেষ্টা হলেও তা বাতিল হয়। তদন্তে জানা গেছে, লরা সামাজিক মাধ্যমে কুকুরের ভোট দেওয়ার ছবি প্রকাশ করেছিলেন।

মামলায় লরার বিরুদ্ধে অননুমোদিতভাবে ভোট দেওয়া, ভুয়া নথি দাখিল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তিনি ছয় বছরের কারাদণ্ড পেতে পারেন।

ক্যালিফোর্নিয়ার রাজ্য নির্বাচনে ভোটার নিবন্ধনের সময় পরিচয়পত্র দেখানোর প্রয়োজন নেই, তাই প্রথম ভোট গোনা সম্ভব হয়েছিল। তবে ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর