ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৩১ জন আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ হামলা চালায় ইসরালে। এর আগের দিন কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলায় চালায় ইসরায়েল। খবর আল জাজিরা’র।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র ও আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকর্মীরা এখনো জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মেডিকেল সেন্টার ও আল-হাজমের স্থানীয় সরকারি কার্যালয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
হুথি মুখপাত্র ইয়াহইয়া সারে বলেন, ইসরায়েলি বিমান প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একাধিক সারফেস-টু-এয়ার মিসাইল ছোড়া হয়। এতে ইসরায়েলি কিছু বিমান পিছু হটতে বাধ্য হয়েছে।
এমবি