Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৫

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৩১ জন আহত হয়েছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) এ হামলা চালায় ইসরালে। এর আগের দিন কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলায় চালায় ইসরায়েল। খবর আল জাজিরা’র।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র ও আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকর্মীরা এখনো জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মেডিকেল সেন্টার ও আল-হাজমের স্থানীয় সরকারি কার্যালয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

হুথি মুখপাত্র ইয়াহইয়া সারে বলেন, ইসরায়েলি বিমান প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একাধিক সারফেস-টু-এয়ার মিসাইল ছোড়া হয়। এতে ইসরায়েলি কিছু বিমান পিছু হটতে বাধ্য হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর