Logo

আন্তর্জাতিক

দোহায় হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭

দোহায় হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

গত (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে তিনি মার্কিন উপ-রাষ্ট্রপতি জে.ডি. ভেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শেখ মোহাম্মদ তার যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন। তবে এই বৈঠকের সময় ও স্থান এখনো নিশ্চিত করা যায়নি।  

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দোহায় ইসরায়েলি হামলা প্রসঙ্গে লিখেছিলেন যে, তিনি এ ঘটনায় ‘খুবই অসন্তুষ্ট’ হয়েছেন। কারণ এই হামলা গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চেষ্টা ব্যাহত করেছে। 

এর আগে শেখ মোহাম্মদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশটি অতি দ্রুততার সঙ্গে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর