Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬৪৭০০ ছাড়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬৪৭০০ ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭৫৬ জনে। খবর আনাদোলু’র।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দুটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। হামলায় আরও ২০০ জন আহত হয়েছেন। এনিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯ জনে।

মন্ত্রণালয় জানিয়েছে, এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৭৯ জনে এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানায়, অপুষ্টি ও অনাহারে আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে ক্ষুধা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে। যার মধ্যে ১৪৩ জন শিশু।

জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজাকে ‘দুর্ভিক্ষ অঞ্চল’ হিসেবে ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৩৫ জন মারা গেছেন। যার মধ্যে ২৮ শিশু।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়েছেন। এছাড়া ১৮ মার্চ থেকে নতুন হামলায় অন্তত ১২ হাজার ২০৬ জন নিহত এবং ৫২ হাজার ১৮ জন আহত হয়েছেন। যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর