Logo

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শনিবার (১৩ সেপ্টেম্বর) ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

তবে মার্কিন জরিপ সংস্থা এটি ৩৯.৫ কিলোমিটার (২৪.৫ মাইল) গভীরতায় ঘটেছে বলে জানিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা রয়েছে। 

তবে জাপানের আবহাওয়া দফরের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর