যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১
-68cb713eab83b.jpg)
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীও নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে ইয়র্ক কাউন্টিতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলাডেলফিয়ার প্রায় ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছে পুলিশকে লক্ষ্য করে অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজন পুলিশ সদস্য মারা যান। পরে দ্রুত পালটা ব্যবস্থা নেয় পুলিশ। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ধারণা করছে, ঘটনার সঙ্গে একজনই জড়িত। তবে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
ফিলাডেলফিয়ার গভর্নর জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং আড়াই হাজার মানুষের শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকি নেই।
এমএইচএস