গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় একদিনে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কার্যকরী হাসপাতালে কাছাকাছি এলাকায় হামলার ফলে সেখানকার অসুস্থ, আহত ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা শুরু করেছে। এখনও কার্যকর কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়েই চলেছে।
চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল-শিফা ও আল-আহলি হাসপাতালের আশেপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যার ফলে ক্ষুধার্ত, অসুস্থ ও আহতদের জন্য শেষ ভঙ্গুর জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আল-শিফার বাইরে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আল-আহলির কাছে পৃথক হামলায় আরও চারজন নিহত হয়েছে।
এ হামলাগুলোকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে হামাস। তারা উল্লেখ করেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে দখলদার বাহিনীর গণহত্যার অপরাধের কমিশনের নথিভুক্ত জাতিসংঘের একটি নতুন প্রতিবেদন প্রকাশের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে’ এটি ঘটেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু হাসপাতালে তিনবার হামলা চালানো হয়েছে। যার ফলে ৪০ জন রোগী পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আরও ৪০ জন কর্মীসহ আরও কিছু মানুষ ভেতরে আটকা পড়েছেন।
এমবি