সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২

ছবি : সংগৃহীত
সুদানের দারফুর অঞ্চলের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
এদিকে বিবিসির প্রতিবেদন বলছে, এ হামলায় সুদানের দারফুর ভিত্তিক আধাসামরিক গোষ্ঠী ‘প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স’(আরএসএফ) জড়িত থাকতে পারে। তবে সংগঠনটি এখনো এর দায় স্বীকার কিংবা কোন প্রতিক্রিয়া জানায় নি।
উল্লেখ্য, সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের লড়াই চলছে।
দারফুর অঞ্চলে এল–ফাশের শহরটি সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে আরএসএফের যোদ্ধারা। শহরটিতে ৩ লাখের বেশি বাসিন্দা আটকা পড়েছেন।
স্থানীয় একজন বাসিন্দা বিবিসিকে জানান, ফজরের নামাজের সময় মসজিদে ড্রোন আছড়ে পড়ে। চোখের পলকে অনেক মানুষ হতাহত হন।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সূত্রটি শুক্রবার জানান, ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। মসজিদ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চলছে।
শুক্রবার জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সংঘাতটি ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে।
তবে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দলিল-প্রমাণসহ দেখিয়েছে যে, আরএসএফ নিয়মতান্ত্রিকভাবে অনারব সম্প্রদায়গুলোকে জোরপূর্বক বিতাড়নের নীতি অনুসরণ করছে।
ডিআর/এএ