Logo

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি আটক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে।পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে অভিযানটি চালানো হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় এ অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

জানা গেছে, ওই এলাকায় অবস্থিত ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান- রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেল পরিদর্শন করে প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ দেশের নাগরিকরা আটক হন। এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে। তিনি বলেন, রেস্তোরাঁ পরিচালকেরা বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিলেন। আমরা এ ধরনের ধূর্ত কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন ও রয়েল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয়। এ সময় ১৯৭৪ সালের আইন ভঙ্গের দায়ে ৫২টি টেবিল ও ২০৪টি চেয়ার জব্দ করা হয়।

কেপিডিএন অভিযানে অংশ নেওয়া ৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিকে মোট ৫ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। এছাড়া কোম্পানি কমিশন (এসএসএম) আইন লঙ্ঘনের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে কম্পাউন্ড করা হয়েছে। তবে কোন দেশের কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মালয়েশিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর