Logo

আন্তর্জাতিক

ভারতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলার ভেলুসামাইপুরামে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের দিকে ধাবিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়ির মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়েন। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামাল দেওয়ার আগেই অনেকে পদদলিত হন।

পুলিশ সূত্র জানিয়েছে, সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও প্রায় দ্বিগুণ অর্থাৎ ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথে জট তৈরি হয়। মঞ্চের চারপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় চাপ আরও বেড়ে যায়।

ঘটনার পর আহতদের স্থানীয় জেলা সদর হাসপাতালসহ ইরোড ও তিরুচিরাপল্লি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে যানজটের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়। স্বেচ্ছাসেবকেরা মানববন্ধনের মতো দাঁড়িয়ে আহতদের সরিয়ে নেওয়ার পথ তৈরি করে দেন।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তামিলনাড়ুর কারুরে একটি রাজনৈতিক সমাবেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তারা ধৈর্য ধারণ করতে পারবেন বলে আশা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এমবি /ওকেআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর