Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলা, বন্দুকধারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত আটজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলের কাছেই হামলাকারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এ হামলার ঘটনা ঘটে।

হত্যাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তার জন্ম ও বেড়ে ওঠা মিশিগানের বার্টন শহরে। মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সদস্য হিসেবে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে ছিল স্যানফোর্ড।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ পবিত্র ‘মাস’ পালিত হয়। এ সময় গির্জায় শতাধিক ধর্মবিশ্বাসী উপস্থিত ছিলেন।

হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড গাড়ি চালিয়ে চার্চের ভেতরে প্রবেশ করে। পরে অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালানো শুরু করে এবং গির্জায় অগ্নিসংযোগও চালায়। এতে গির্জা ভবন ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে প্রথমে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দু’জনের মরদেহ গির্জার ভেতরে পাওয়া যায়। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, হামলা ঘটার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলিতে নিহত করেন। হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। পুলিশ স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড পরীক্ষা করছে।

উল্লেখ্য, এ হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায়ও বন্দুক হামলা ঘটে। যেখানে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর