Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় দুই বছরে ৫৬২ ত্রাণকর্মী নিহত : জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৯

ইসরায়েলি হামলায় দুই বছরে ৫৬২ ত্রাণকর্মী নিহত : জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় গত দুই বছরে অন্তত ৫৬২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দ্যুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু’র।

স্টেফান দ্যুজারিক জানান, বৃহস্পতিবার দেইর আল-বালাহ এলাকায় এক বিমান হামলায় আন্তর্জাতিক সংস্থা মেডেসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার সময় তারা এমএসএফের একটি হাসপাতালে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন।

জাতিসংঘের মুখপাত্র আরও বলেন, ‘এটি গাজায় এমএসএফের ১৪তম কর্মীর মৃত্যু। নিহত ওই কর্মীর নাম ওমর হায়েক (৪২)। তিনি ২০১৮ সাল থেকে সংস্থাটির সঙ্গে পেশাগত থেরাপিস্ট হিসেবে কাজ করছিলেন।’

এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতসহ সকল কর্মী সংস্থার পরিচিতি-চিহ্নিত ভেস্ট পরা অবস্থায় ছিলেন। সংস্থাটি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।

জাতিসংঘের মানবিক দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ত্রাণকর্মীদের মধ্যে ৩৭৬ জন জাতিসংঘের কর্মী।

দ্যুজারিক আরও জানান, উত্তর গাজায় পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় সামরিক অভিযান ও ভারী বোমাবর্ষণ মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে এবং অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলছে।

দখলকার ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ উপত্যকায় চলছে তীব্র দুর্ভিক্ষ ও মহামারির আশঙ্কা।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা শহর ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর