মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৪

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তা-বিরোধী বিক্ষোভ চলাকালে জান্তা সরকারের সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার দিকে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উদযাপনের সময় শত শত মানুষ জড়ো হয়েছিলেন। একই সময়ে অংশগ্রহণকারীরা সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে সামরিক বাহিনী তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
এক নারী আয়োজক জানিয়েছেন, অনুষ্ঠানের আগে কমিটি কিছু মানুষকে সতর্ক করেছিল, তাই প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পালাতে সক্ষম হয়। তবে কিছুক্ষণ পর একটি মোটরচালিত প্যারাগ্লাইডার উড়ে এসে অনুষ্ঠানে দুটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে শিশুদের দেহও ছিন্নভিন্ন হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্যারাগ্লাইডারটি দেখতে পেয়ে অনেকেই দৌড়াতে শুরু করেছিল, কিন্তু হামলা থামায়নি। এক বাসিন্দা বলেছেন, তার সামনে দুই সহযোদ্ধা নিহত হয়েছেন এবং তিনি নিহত ৯ জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন।
মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সামরিক জান্তার শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী ও বিভিন্ন জাতিগত গোষ্ঠী সশস্ত্রভাবে লড়াই চালাচ্ছে।
মিয়ানমারে ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও জাতিসংঘের এক বিশেষজ্ঞ এটিকে প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন। বিদ্রোহীরা বলেছে, সেনাবাহিনী নির্বাচনের মাধ্যমে নিজের শাসন বৈধ করার চেষ্টা করছে এবং তারা তা প্রতিহত করার হুমকি দিয়েছে।
এখন পর্যন্ত হামলার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এমএইচএস