Logo

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পুরষ্কার ঘোষণা শুক্রবার

‘শান্তির প্রেসিডেন্ট’ লিখে ট্রাম্পের ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিল হোয়াইট হাউস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৮

‘শান্তির প্রেসিডেন্ট’ লিখে ট্রাম্পের ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিল হোয়াইট হাউস

ছবি : হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স থেকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বজুড়ে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি নতুন কিছু নয়। নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসাবেও উল্লেখ করেছেন তিনি। এই অবস্থায় শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা হতে যাচ্ছে।

ঘটনার আগের দিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, যেখানে লেখা ছিল ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট। বিশেষজ্ঞরা এই পোস্টকে নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার ইঙ্গিত হিসেবে দেখছেন।

এর আগে বুধবার (৮ অক্টোবর) ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে বিশ্বে সাতটি যুদ্ধ থামানো হয়েছে। এই তালিকায় ভারত-পাকিস্তানের একটি যুদ্ধও রয়েছে। তিনি আরও জানান, অন্য একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছেছেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও তিনি আশাবাদী যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন।

নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার কোনও ধারণা নেই।’

তিনি ব্যাখ্যা দিয়েছেন, কীভাবে সাতটি যুদ্ধ থামানো হয়েছে, তা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিস্তারিতভাবে তুলে ধরবেন। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না ইতিহাসে কেউ এতগুলো যুদ্ধ থামিয়েছে।’

তবে নিজের নোবেল প্রাপ্তির বিষয়ে ট্রাম্প নিশ্চিত নন। তিনি বলেন, ‘হয়তো কমিটি আমাকে না-দেওয়ার একটা কারণ খুঁজে নেবে।’

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, নোবেল কমিটি প্রথাগতভাবে উদারপন্থিদেরই পুরস্কার দেয়।

বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের ‘শান্তির প্রেসিডেন্ট’ পোস্ট ট্রাম্পের শান্তি অর্জনের দাবিকে পুনঃস্থাপন এবং নোবেল কমিটিকে চাপ দেওয়ার কৌশল হিসেবে দেখা যেতে পারে।

তথ্যসূত্র : এনডিটিভি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর