Logo

আন্তর্জাতিক

গাজা যুদ্ধ শেষ : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৭

গাজা যুদ্ধ শেষ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে। তিনি জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এ কথা বলেন। খবর- আলজাজিরা। 

তিনি বলেন, ‘গতকাল রাতে মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিল, এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি। আমি মনে করি, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।’

ট্রাম্প আরও জানিয়েছেন, ইসরাইলি জিম্মিরা সোমবার অথবা মঙ্গলবার মুক্তি পাবেন। তিনি বলেন, ‘জিম্মিদের মুক্তি দিবস হবে আনন্দের দিন। আমরা মিশরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।’

এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে, এবং তারা যা আয় করে, তার সামান্য অংশ দিয়েই গাজার জন্য বিস্ময়কর কাজ করা সম্ভব।’

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা শহর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর