ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপপুঞ্জে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে। এর কিছু সময় পরে ৭.২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়।
ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে। প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বরাতে জানা গেছে, ফিলিপাইনের কিছু এলাকায় সাগরের ঢেউ ১০ ফুট পর্যন্ত উচ্চতা ছাড়তে পারে। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং পালাউ-এও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, যেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।
মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা (ইএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮.১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার। ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যে কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে, যার মাত্রা ৫.৬ থেকে ৬ পর্যন্ত।
দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব জানিয়েছেন, ভূমিকম্পের পর কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘ভূমিকম্প খুব শক্তিশালী ছিল। আঘাতের পর মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছিল।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র জরুরি ভিত্তিতে উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ উচ্চভূমিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো হবে। জনগণ যেন নিরাপদ উচ্চভূমিতে চলে আসে এবং কর্তৃপক্ষ অনুমতি না দেওয়া পর্যন্ত সমুদ্র তীরের কাছাকাছি না থাকে।’
এছাড়া, দাভাও এবং আশপাশের অঞ্চলে হাসপাতাল ও জনবহুল এলাকায় মানুষ আতঙ্কে বাইরে বের হয়ে আসে। কর্তৃপক্ষ মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।
সূত্র : বিবিসি