ইন্দোনেশিয়ায় ছোট সুনামি, শান্ত থাকার আহ্বান কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:২১

ফিলিপাইনের মিন্দানাওতে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে ছোট সুনামি দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তলারউদ দ্বীপপুঞ্জে (উত্তর সুলাওসি) সাগরের ঢেউ ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে। কেন্দ্রের প্রধান জানিয়েছেন, এটি ‘ছোট সুনামি’ হিসেবে বিবেচিত হচ্ছে।
একই সময়ে দেশটির কর্তৃপক্ষ দেশবাসীকে সতর্ক করেছেন। তারা সবাইকে শান্ত থাকার এবং যাচাইহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বা ফাটল দেখা ভবন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছেন, এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং জনগণকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি